* ‘হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।’ (সুরা নাবা : ৪০)।
* ‘হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।’ (সুরা ফজর : ২৪)।
* ‘হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।’ (সুরা আল-হাক্কা : ২৫)।
* ‘হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সুরা ফুরকান : ২৮)।
* ‘হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসুলের আনুগত্য করতাম।’ (সুরা আহযাব : ৬৬)।
* ‘হায়! আমি যদি রাসুল (সা.) এর পথ অবলম্বন করতাম।’ (সুরা ফুরকান : ২৭)।
* ‘হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।’ (সুরা আন-নিসা : ৭৩)।
* ‘হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম।’ (সুরা কাহফ : ৪২)।
* ‘হায়! এমন যদি কোনো সুরত হতো আমাদের আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদাদের শামিল।’ (সুরা আনআম : ২৭)