আবু উমামা (রা.) থেকে বর্ণিত : তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) অনেক দোয়াই করেছেন; কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি।’
আমরা বললাম, ‘হে আল্লাহর রাসুল! আপনি অনেক দোয়াই করেছেন; কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি।’
তিনি বললেন, ‘আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না, যা সেই সব দোয়ার সমষ্টি হবে?’ তোমরা বল :
‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আ’উযু বিকা মিন শাররি মাস্তা’আযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনতাল মুসতা’আনু ওয়া আলাইকাল বালাগ, ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা, ইল্লা বিল্লাহ।’
অর্থাৎ, ‘হে আল্লাহ! আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই যা তোমার নবী রাসুলুল্লাহ (সা.) তোমার কাছে চেয়েছেন এবং আমরা তোমার কাছে এমন অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে অনিষ্ট থেকে তোমার নবী (সা.) আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছিয়ে দাও। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারও অনিষ্ট রোধ করার এবং কল্যাণ পৌঁছানোর ক্ষমতা নেই।’ (তিরমিজি : ৩৫২১)।