আমি বললাম, আমি ব্যর্থ।
আল্লাহ বলেন, ‘বিশ্বাসীরা সফল হয়।’ (সুরা মু’মিনুন : ১)।
আমি বললাম, আমার অনেক কষ্ট।
আল্লাহ বলেন, ‘নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি।’ (সুরা আলাম নাশরাহ : ৬)।
আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না।
আল্লাহ বলেন, ‘মোমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’ (সুরা রুম : ৪৭)।
আমি বললাম, আমি দেখতে খুব কুৎসিত।
আল্লাহ বলেন, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে।’ (সুরা তীন : ৪)।
আমি বললাম, আমার সঙ্গে কেউ নেই।
আল্লাহ বলেন, ‘ভয় করিও না। মোমিনদের সঙ্গে আমি আছি।’ (সুরা তা-হা : ৪৬)।
আমি বললাম, আমার পাপ অনেক বেশি।
আল্লাহ বলেন, ‘বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার : ৫৩)।
আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি।
আল্লাহ বলেন, ‘ধামি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি।’ (সুরা বনি ইসরাইল : ৮২)।
আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না।
আল্লাহ বলেন, ‘তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।’ (সুরা দুহা : ৪)।
আমি বললাম, বিজয় অনেক দূর।
আল্লাহ বলেন, ‘আমার সাহায্য একান্তই নিকটবর্তী।’ (সুরা বাকারা : ২১৪)।
আমি বললাম, আমার জীবনে কোনো খুশি নেই।
আল্লাহ বলেন, ‘শিগগিরই তোমার রব এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।’ (সুরা দুহা : ৫)।
আমি বললাম, আমি সবসময় হতাশ।
আল্লাহ বলেন, ‘আর তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করিও না।’ (সুরা আলে ইমরান : ১৩৯)।
আমি বললাম, আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না।
আল্লাহ বলেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।’ (সুরা আলে ইমরান : ৫৪)।
আমি বললাম, আমার কেউ নেই।
আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা তালাক্ক : ৩)।