ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিএএফ শাহীন কলেজে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিএএফ শাহীন কলেজে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেম্স) আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেম্স) খেলার মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় মার্কারি হাউজ ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ভেনাস হাউজ ৯টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। মার্কারি হাউজের নাফিউর রহমান স্বপ্ন এ বছর ২টি স্বর্ণ, ১টি ব্রোঞ্জ পদক পেয়ে শ্রেষ্ঠ এ্যাথলেট হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত