পাকিস্তানে নারী বিশ্বকাপ বাছাইপর্বে শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। টানা তিন জয়ে স্বপ্নের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই এক ম্যাচ আগেই টিকিট নিশ্চিত হয়ে যেত। এমন ম্যাচে স্নায়ুর চাপটা হয়তো নিতে পারল না টাইগ্রেসরা। গতকাল বৃহস্পতিবার লাহোরে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল-সবুজের মেয়েরা হেরেছে ৩ উইকেটে। বাংলাদেশের ২২৭ রানের চ্যালেঞ্জ ৪ ওভার হাতে রেখে পেরিয়ে যায় ক্যারিবিয় নারীদের দল। অবশ্য হেরেও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। পরের ম্যাচে দুর্বল থাইল্যান্ডকে হারালে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলবে পাকিস্তান। তখন বাকি আর একটি জায়গার জন্য লড়াই হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে। ৪ ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪ আর স্কটল্যান্ডের ৪। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে আর স্কটল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট -০.২৮৩ হওয়ায় তাদের সুযোগ বেশ কম। স্কটল্যান্ডের রান রেট +০.১৩৬। সেখানে বাংলাদেশের রান রেট +১.০৩৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে না হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড দুইবার ভেঙেছে বাংলাদেশ। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানার দলের শুরুটাও ছিল অসাধারণ। জিতলেই ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ১ উইকেটে ১৩৪ করে ফেলেছিল বাংলাদেশ। আলিয়াহ আলাইনের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তিন বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরান ফারজানা হক ও শারমিন আকতারকে। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানাও ফেরেন আলাইনের বলে। ১৩৪ রানে ১ থেকে ১৭৭ রানে ৭ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। লেজের দৃঢ়তায় সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ পায় ৯ উইকেটে ২২৭ রানের পুঁজি। ১০ নম্বরে নামা রাবেয়া খান ২০ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২৩ রানে। শেষ ওভারে ৩টি বাউন্ডারিতে মেরে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন তিনি। শারমিন আকতার ৭৯ বলে ৬৭, ফারজানা হক ৭৮ বলে ৪২ আর নাহিদা আকতার করেন ৩৯ বলে ২৫ রান। ৩৯ রানে ৪ উইকেট আলিয়াহ আলাইনের। জবাবে চিনলি হেনরির ৪৮ বলে ৫১*, স্টেফানি টেলরের ৫১ বলে ৩৬ আর অধিনায়ক ম্যাথুজের ৪৫ বলে ৩৩-এ ৪ ওভার হাতে থাকতে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। মারুফা আকতার নেন ২ উইকেট।