ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘মেসির সঙ্গে তুলনা করি না, সে সর্বকালের সেরা’

‘মেসির সঙ্গে তুলনা করি না, সে সর্বকালের সেরা’

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা উপভোগ করলেও এসবকে একদমই আমলে নেন না লামিনে ইয়ামাল। নিজের সঙ্গে কারোর তুলনাই করেন না বার্সেলোনার তরুণ সেনসেশন। মেসির মতোই বার্সেলোনার বিখ্যাত একাডেমি ‘লা মাজিয়া’য় বেড়ে উঠেছেন ইয়ামাল। সামর্থ্যরে ঝলক দেখিয়ে কাতালান ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি ১৫ বছর বয়সেই। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে ১৭ বছর বয়সেই হয়ে উঠেছেন দলটির গুরুত্বপূর্ণ সদস্য। ২০২৩ সালে যেদিন বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ইয়ামালের, সেদিনই মেসির সঙ্গে এই তরুণের মিল খুঁজে পাওয়ার কথা বলেছিলেন কাতালান ক্লাবটির তখনকার কোচ শাভি এর্নান্দেস। ফুটবল ইতিহাসের সেরাদের একজনের সঙ্গে স্প্যানিশ এই ফরোয়ার্ডের তুলনা চলে এখনও। গত বছর মেসির সঙ্গে তুলনা নিয়ে এক প্রশ্নে ইয়ামাল বলেছিলেন, ‘বিষয়টি উপভোগ করার’ কথা। তবে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের পর্যায়ে পৌঁছানো অসম্ভব বলেও উল্লেখ করেছিলেন তিনি। তার ভাবনা পাল্টায়নি এখনও। রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসিকে সর্বকালের সেরা হিসেবে দেখেন ইয়ামাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত