শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু না হওয়ায় এবং আলো স্বল্পতায় স্থগিত হয়ে গেল প্রেসিডেন্ট কাপ র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট। ১৫-১৯ মে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের স্পন্সর, খেলোয়াড়দের এন্ট্রি ফিসহ আনুষঙ্গিক সব কাজই গুছিয়ে আনলেও এসি সমস্যার জন্য খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। পল্টন ইনডোর থেকে খেলা সরিয়ে মিরপুর ইনডোর অথবা মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরে আয়োজনের চেষ্টা করছেন কর্তারা। যদিও সেটা নির্ভর করছে বরাদ্দ পাওয়ার উপর। সূত্রে জানা গেছে, ইনডোরের এসি আর মেরামত উপযোগী নয়। আর অন্যদিকে নতুন করে এসি স্থাপন করতে কয়েক কোটি টাকা প্রয়োজন। এরপরও সাময়িকভাবে খেলা উপযোগী করার চেষ্টা করবে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে জিমন্যাশিয়ামে করুন দশায় শঙ্কার মধ্যে পড়েছে ব্যাডমিন্টনও। কারণ এই ইনডোর স্টেডিয়ামটি টিটির সঙ্গে ব্যবহার করে থাকেন শাটলাররাও। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির বলেন, ‘আমরা শিগগিরই জাতীয় ব্যাডমিন্টনের প্রস্তুতি শুরু করছি। টিটি এসির জন্য খেলা স্থগিত করছে এটা আমাদের জন্যও দুশ্চিন্তার কারণ।