পায়ের জাদুতে লিওনেল মেসি যেমন উড়ছিলেন, তার দল ইন্টার মায়ামিও হাসছিল। একের পর এক ম্যাচে প্রতিপক্ষের জালে জোড়া গোল করছিলেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত এই রেকর্ডের পথচলা আর টেনে নিতে পারলেন না মেসি। এবার আর জালের দেখাই পেলেন না তিনি। পারল না তার দল ইন্টার মায়ামিও। তাদের গুঁড়িয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রাখল সিনসিনাটি।
প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকালের ম্যাচে মেসির সতীর্থরাও তেমন কিছুই করতে পারেনি। তাতে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকে প্রবল চাপ তৈরি করে ষোড়শ মিনিটে এগিয়ে যায় সিনসিনাটি, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মিডফিল্ডার জেরার্দো ভ?্যালেনজুয়েলার গোলে। চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় তারা। ৫০তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভান্দের ব্যবধান দ্বিগুণ করার পর, ৭০তম মিনিটে তিনিই দলের তৃতীয় গোলটি করেন।
মেজর লিগ সকারে টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেল ইন্টার মায়ামি। ওই পাঁচ ম্যাচের প্রতিটিতে দুটি করে গোল করেছিলেন মেসি, এতে গড়েন প্রতিযোগিতাটির ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচে একাধিক গোলের রেকর্ড। পূর্বের রেকর্ড ছিল চার ম্যাচের। লিগে মেসির টানা গোলের যাত্রা শুরু হয়েছিল গত ২৪ মে, ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি। প্রতিযোগিতাটিতে টানা ছয় ম্যাচ পর গোল পেলেন না রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। ১৭ ম্যাচে ১৬ গোল করে এমএলএসের চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। এখন দুই নম্বরে নেমে গেছেন তিনি। ইন্টার মায়ামির বিপক্ষে দারুণ এই জয়ের পর ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দুইয়ে আছে সিনসিনাটি। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। শীর্ষস্থান থেকে ৮ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে ইন্টার মায়ামি। তবে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় মায়ামি তিনটি ম্যাচ কম খেলেছে।
মায়ামির জন্য এই ম্যাচ ছিল ভুলে যাওয়ার মতো।