ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

দেড় দশক পর ফিরেই জয় ভেনাসের

দেড় দশক পর ফিরেই জয় ভেনাসের

দীর্ঘ ১৬ মাস বিরতির পর আবারও কোর্টে ফিরেছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস উইলিয়ামস। ডব্লিউটিএ ও এটিপি ডিসি ওপেনের ডাবলসে ভেনাস হেইলি ব্যাপ্টিস্টকে সঙ্গে নিয়ে জয় দিয়ে আসর শুরু করেছেন। ৪৫ বছর বয়সি ভেনাস সতীর্থ হেইলিকে নিয়ে প্রথম রাউন্ডের ম্যাচে কানাডার এউগেনি বাউচার্ড ও যুক্তরাষ্ট্রের ক্লারভি এনগুনুয়ে জুটিকে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করেছেন।

ম্যাচ শেষে ভেনাস বলেছেন, ‘এই ম্যাচের পর হেইলি আমাকে প্রশ্ন করেছিল কেমন লাগছে। তাকে একটি কথাই বলেছি ডাবলসে খেলা অনেক কঠিন। কারণ, আমি ডাবলস খেলোয়াড় নই। হেইলির সঙ্গে জুটিবদ্ধ হওয়াটা ছিল চমৎকার। হেইলির ডাবলসে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। সেই প্রথম সার্ভিস করেছে। কারণ সারা বছর ধরে হেইলি ডাবলসে খেলে। সে খুবই ভালো মানের একজন খেলোয়াড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত