ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমি ক্রিকেটার সন্ত্রাসী না, অভিযোগ উড়িয়ে তামিম

আমি ক্রিকেটার সন্ত্রাসী না, অভিযোগ উড়িয়ে তামিম

বিসিবির সভাপতি পদে এবার লড়াইটা মূলত তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুলের। নির্বাচনের আগে হঠাৎ করেই নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বুলবুল। সম্প্রতি তিনি জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছিল, ‘নির্বাচন না করলে হয় না?’। বুলবুলের নিরাপত্তায় বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপর। হুমকির অভিযোগের তীর অনেকটাই যায় তামিম ইকবালের দিকে। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তামিম।

এক সাক্ষাৎকারে তামিম বললেন, ‘আমি এটা খুব বেশি ফলো করিনি। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। যদি কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী না। আমার মনে হয় যে, বুলবুল ভাই যখনই কোনো মন্তব্য করেন, সেটা পরিষ্কারভাবে বলা উচিত। উনার মন্তব্যে মাঝেমধ্যে কিছু প্রশ্ন রেখে দেন।’ তামিম আরও যোগ করেন, ‘যদি এরকম কোনো কল এসে থাকে, তাহলে নিশ্চয়ই নম্বরটাও আছে। আমাদের দেশে যথেষ্ট ইন্টিলিজেন্স আছে যে কে এই কলটা দিলো খুঁজে বের করা। লুকোচুরি না করে উনি যদি নিজের সেফটির কথা চিন্তা করেন, তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নম্বরসহ উল্লেখ করে দেওয়া উচিত। এটা যদি আসলেই হয়ে থাকে জিডি করার অপশন আছে। নম্বর ট্রেস করা যায়। এমনটা না হলে উনার ব্যাখ্যা দেওয়া উচিত।’

বিসিবিতে টি-টোয়েন্টি ইনিংস খেলতে চেয়েছিলেন বুলবুল। অক্টোবরে নির্বাচনের পর ফিরতে চেয়েছিলেন আইসিসিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত