ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঘটনাটিকে রাজনৈতিক সহিংসতার উদ্বেগজনক নমুনা হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পরপরই তাকে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মতাদর্শ যাই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়া কেউই গ্রহণযোগ্য নয়, এবং এমন প্রবণতাকে সবাইকে মিলেই প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর উদ্বেগজনক। দ্রুত চিকিৎসার পাশাপাশি ঘটনাটির তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা প্রয়োজন।

গুলিবিদ্ধ হওয়ার আগেই নিরাপত্তাহীনতার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। গত ১৩ নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ওই পোস্টে তিনি দাবি করেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। সেখানে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে হাদি আরও লেখেন, এক আবরারকে হত্যার পর এদেশে হাজারো আবরার তৈরি হয়েছে। তাকে হত্যা করা হলে একইভাবে অসংখ্য হাদি তৈরি হবে। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বর রোধ করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি তার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কাছে সোপর্দ করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল,গুলিবিদ্ধ হওয়ার ঘটনা,হাদি গুলিবিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত