ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাথুরুসিংহের ডাকে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন মুমিনুল

হাথুরুসিংহের ডাকে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন মুমিনুল

বাংলাদেশের একমাত্র ‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যান মুমিনুল হক। ফলে টি-টোয়েন্টি কিম্বা ওয়ানডে দলে জায়গা হয় না তার। সামনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সেখানে দল না পাওয়ার শঙ্কায় ছিলেন শুধুমাত্র সাদা পোশাকে খেলা এই ক্রিকেটার। তাই সাবেক গুরু চন্দিকা হাথুরুসিংহের কাছে অস্ট্রেলিয়ায় খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন। হতাশ করেননি তিনি। মুমিনুলকে সিডনির গ্রেড ওয়ান ক্রিকেটে খেলা ‘ব্ল্যাকটাউন গ্রেড ক্রিকেট ক্লাবে’ সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ।

অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটের খ্যাতি অনেক বছর ধরেই আছে ক্রিকেট দুনিয়াজুড়ে। যুগে যুগে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা প্রায় সব ক্রিকেটার কখনও না কখনও খেলেছেন গ্রেড ক্রিকেটে। বিভিন্ন শহরেই গ্রেড ক্রিকেট হয়ে থাকে। এর মধ্যে সিডনির গ্রেড ক্রিকেটের পরিচিতি একটু আলাদা। ১৩২ বছর পুরোনো এই টুর্নামেন্টকে ক্রিকেটীয় মান ও প্রতিদ্বন্দ্বিতার কারণে এটিকে অনেকে বলে থাকেন ‘সিডনি টেস্ট ক্রিকেট।’ সেখানেই এবার মুমিনুলের ঠিকানা ব্ল্যাকটাউন ক্লাব। ব্ল্যাকটাউনের হয়ে খেলতে আজাই অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন মুমিনুল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা সিডনিতে বেশ জনপ্রিয়। ২৩ বছর ধরে ব্ল্যাকটাউন ক্লাব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই ক্লাবের হয়েই একদিনের ম্যাচ ও দুই দিনের ম্যাচ খেলার কথা ছিল মুমিনুল হকের। লম্বা সময় থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু বিপিএলে দল পেয়ে যাওয়ায় সূচিতে পরিবর্তন এনেছেন। আপাতত মুমিনুল খেলবেন তিনটি একদিনের ম্যাচ। এরপর দেশে ফিরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন বিপিএল। পরে সুযোগ হলে আবার দিতে চান উড়াল।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেও মুমিনুল অস্ট্রেলিয়ায় গিয়েছিলে ব্যক্তিগত কাজে। কাজের ফাঁকেই হাথুরুসিংহের সঙ্গে কয়েকটি সেশন করেছেন। নিবিড়ভাবে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এবারও তেমন পরিকল্পনা করেই লম্বা সময় সিডনিতে থাকতে চেয়েছিলেন। এপ্রিলের আগে বাংলাদেশের টেস্ট নেই। মুমিনুলের আশা বিপিএলের পরও সময় পাওয়া যেতে পারে। মুমিনুল বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় যাচ্ছি। হাথুরুসিংহে একটা ক্লাবে খেলার সুযোগ করে দিয়েছেন। আপাতত তিনটা একদিনের ম্যাচ খেলবো। বিপিএলে দল পাবো কিনা নিশ্চিত ছিলাম না। যেহেতু পেয়েছি বিপিএলও খেলব। হাথুরুসিংহে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। তার সঙ্গে আগেই আমার যোগাযোগ ছিল।’

তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের আগে তার সঙ্গে আমার কাজ করা হয়েছে। বেশ ভালো কয়েকটি সেশন কাটিয়েছি। ব্যাটিংটা করে উপভোগ করেছি। হয়তো আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলে পূর্ণতা পেত। কিন্তু যেটা হয়েছে তা আলহামদুলিল্লাহ।

এবারও তার সঙ্গে ওয়ান টু ওয়ান সেশন করব। বিপিএল খেলি। এরপর সুযোগ হবে আশা করি। তখন আবার যাওয়া যাবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত