ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ নারী ফুটসাল দলে দুই ইরানি নারী কোচ

বাংলাদেশ নারী ফুটসাল দলে দুই ইরানি নারী কোচ

আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটসালকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই উদ্যোগের অংশ হিসেবেই জাতীয় নারী ফুটসাল দলে যুক্ত করা হয়েছে দুই ইরানি নারী কোচকে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, মিত্রা চিনসারি সহকারী কোচ হিসেবে এবং মেহনাজ আশতে গোলকিপিং কোচ হিসেবে নারী দলের দায়িত্ব পালন করবেন। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়া পর্যন্ত তারা দুজনই দলের সঙ্গে থাকবেন। দীর্ঘ সাত বছর পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে দলটিকে। সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান নারী ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ।

দুই নারী কোচ যুক্ত হলেও নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন সাঈদ খোদারাহমি, যিনি একই সঙ্গে পুরুষ ফুটসাল দলেরও কোচ। এ প্রসঙ্গে ইমরানুর রহমান বলেন, ‘সাঈদ অত্যন্ত অভিজ্ঞ একজন কোচ। সূচি অনুযায়ী পুরুষ ও নারী দলের ম্যাচগুলো একদিন পরপর হওয়ায় তিনি দুই দলই সামলাতে পারবেন। নারী দলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতেই আমরা দুজন নারী কোচ নিয়োগ দিয়েছি। তারা দুজনই ইরানের হওয়ায় সাঈদের সঙ্গে কাজের সমন্বয়ও সহজ হবে।’ বাফুফের এই সিদ্ধান্ত নারী ফুটসালের প্রস্তুতিতে নতুন গতি আনবে বলে আশা সংশ্লিষ্টদের। সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ কোচিং স্টাফের সহায়তায় সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই এগোচ্ছে বাংলাদেশ নারী ফুটসাল দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত