ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুফিকোষ

আল্লাহতায়ালা যা ভালোবাসেন না

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)
আল্লাহতায়ালা যা ভালোবাসেন না

আল্লাহ সীমালঙ্ঘণকারীদের ভালোবাসেন না। (বাকারা: ১৯০)। আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। (বাকারা: ২৭৬)। আল্লাহ অকৃতজ্ঞদের ভালোবাসেন না। (আলে ইমরান: ৩২)। আল্লাহ যালিমদের ভালোবাসেন না। (আলে ইমরান: ৫৭ ও ১৪০; শূরা: ৪০)। আল্লাহ গর্বিত উৎফুল্লদের ভালোবাসেন না। (কছছ: ৭৬)। আল্লাহ গৌরবকারীদের ভালোবাসেন না। (নিসা: ৩৬; লুকমান: ১৮; হাদীদ: ২৩)। আল্লাহ অহঙ্কারীদের ভালোবাসেন না। (নাহল: ২৩)। আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। (আনআম: ১৪১; আরাফ: ৩১)। আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। (আনফাল: ৫৮)। আল্লাহ খেয়ানতকারী পাপীদের ভালোবাসেন না। (নিসা: ১০৭)। আল্লাহ খেয়ানতকারী কাফেরদের ভালোবাসেন না। (হাজ্জ: ৩৮)। আল্লাহ কথায় (ভাষায়) মন্দ প্রকাশ করা ভালোবাসেন না। (নিসা: ১৪৮)। আল্লাহ ফাসাদ বিপর্যয় ভালোবাসেন না। (বাকারা: ২০৫)। আল্লাহ ফাসাদকারীদের (বিশৃঙ্খলাকারীদের) ভালোবাসেন না। (মায়িদা: ৬৪; কছছ: ১২)। (কারো অগোচরে তার দোষ চর্চা করো না; পশ্চাতে নিন্দা করা আপন ভায়ের লাশের মাংস ভক্ষণ করার সমতুল্য। গিবতকারীরা বা পরনিন্দাকারীরা) মৃত ভায়ের গোস্ত খাওয়া ভালোবাস কি? (হুজুরাত: ১২)।

বি.দ্র. : লেখকের বানান হুবহু রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত