কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সামিত সোম।
এর আগে, শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। তিন দিনের মধ্যেই ই-পাসপোর্ট সম্পন্ন হয় তার।
গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সামিত। এরপর তার পাসপোর্ট সম্পন্ন হলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ফলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
আবা/এসআর/২৫