ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শেষের জুটিতে সম্মানজনক স্কোর পেলো বাংলাদেশ

শেষের জুটিতে সম্মানজনক স্কোর পেলো বাংলাদেশ

শারজাহে দুই ম্যাচ শেষে সিরিজ এখন সমতায়। ফলে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। তবে জাকেরের লড়াই ও শেষের ঝড়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরতে না পারলেও আজ তৃতীয় ও শেষ ম্যাচে ঠিকই চেপে ধরতে পারলেন। শুরু থেকেই একের পর উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে শেষের ঝড়ে বাংলাদেশের রান পৌঁছায় ১৬২ পর্যন্ত।

শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারের প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা প্রথম বল। ধ্রুব পারাশারের বলে আলিশান শরাফুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ। গোল্ডেন ডাক মারেন তিনি।

এরপর তানজিদ তামিম এবং লিটন দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে। কিন্তু ১০ বলে ১৪ রান করে লিটন দাস হায়দার আলির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপর্যয়ের শুরু। তানজিদ হাসান তামিম একপাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করলেন। ১৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি।

তাওহিদ হৃদয় পুরো সিরিজেই ব্যর্থ। আজ তো কোনো রানই করতে পারলেন না। ২ বলে শূন্য রানে বিদায় নিলেন। ৯ বল খেলে শেখ মেহেদী হাসান আউট হন ২ রান করে।

শেষ দিকে ব্যাট চালাতে থাকেন শরিফুল ও হাসানও। হাসান মাহমুদের ১৪ বলে ২৫ রান এবং শরিফুল ইসলামের ৭ বলের অপরাজিত ১৬ রানে ভর করে ১৬২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

আবা/এসআর/২৫

জুটি,স্কোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত