মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।
জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই আদেশে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়।