আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে স্বাগতিক পাকিস্তান ৭ উইকেটে হারিয়ে তোলে ২০১ রান। জবাবে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংসে ঝড় তোলেন মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। হারিস করেন ১৮ বলে ৩১, আর হাসান নওয়াজ খেলেন ২২ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংস। তাতে ২০১ রানের সংগ্রহ পায় ম্যান ইন গ্রিনরা।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর দ্বিতীয় ওভারেই পারভেজ হোসেন ইমন উইকেট হারান। ৪ রান করেন তিনি। এরপর লিটন দাস এবং তানজিদ হাসান তামিম মিলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ভালো খেলতে খেলতে ৩৭ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ তামিম। ১৭ বলে ৩১ রান করে আউট হন তিনি।
তাওহিদ হৃদয়কে নিয়ে লিটন দাস দলকে অনেকদূর টেনে নিয়ে যান। দলীয় ১০০ রানের মাথায় আউট হন লিটন দাস। তিনি ৩০ বলে করেন সর্বোচ্চ ৪৮ রান। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি। ২২ বলে ১৭ রান করে আউট হন তাওহিদ হৃদয়।
এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান আলি। মাত্র ৩০ রানে ৫ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দেন টাইগারদের ব্যাটিং লাইনআপ।
আবা/এসআর/২৫