ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও পরিবর্তন আসছে নেতৃত্বে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর তার জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য মিরাজকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

এর আগে শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন।

মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।

আবা/এসআর/২৫

ওয়ানডে,অধিনায়ক,মিরাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত