রাঙামাটি জেলার রাজনৈতিক সম্প্রীতি ও স্থিতিশীল পরিবেশকে দেশব্যাপী দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
তিনি বলেছেন, "প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার মানুষ অত্যন্ত সহজ-সরল ও সৌহার্দ্যপূর্ণ। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে, তা কোনওভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না।"
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, “পার্বত্য রাঙামাটিতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক সম্প্রীতি ধরে রাখা খুবই জরুরি। এটি যদি সম্ভব হয়, তাহলে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে।”
পর্যটনের প্রসারের জন্য নতুন পরিকল্পনার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, “রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। এ খাতের উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া দরকার। যদি এ অঞ্চলের স্থিতিশীল পরিবেশ বজায় থাকে, তাহলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।”
তিনি আরও বলেন, “টেকনাফ থেকে সাজেক পর্যন্ত একটি আকর্ষণীয় পর্যটন জোন হিসেবে গড়ে তোলা গেলে এই অঞ্চলের চিত্র বদলে যাবে।”
জেলা প্রশাসক হাবিব উল্লাহ জানান, পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করতে হবে। তিনি হেডম্যান ও কারবারিদের সীমাবদ্ধতার মধ্যেও প্রান্তিক পর্যায়ে কাজ করার বিষয়টি প্রশংসা করে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারি এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।