শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
মহিলা দলের সভানেত্রী নুর জাহান আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো।
আলোচনায় বক্তারা বলেন, এখনো সরকারের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট সরকারের এজেন্টরা বসে আছে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আলোচনা শেষে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।