কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট বোঝাই একটি কার্গো ( কভার্ডভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় গাড়িটির হেলপার লাফদিয়ে প্রাণে বাঁচলেও গাড়ির ভেতর আটকে পড়ে নিহত হয় চালক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথার দক্ষিণে চৌকিদার কাটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকাল সোয়া ৩টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে চালককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে প্রেরণ করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।
সড়ক দুর্ঘটনায় নিহত কার্গো (কভার্ডভ্যান) চলকের নাম মো. হরমত আলী (৩৫)। তিনি ময়মনসিংহ সদরের কালিকাপুর এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে। আহত হেলফারের নাম জিলহাজ উদ্দিন (২৩)। তার বাড়ি ভোলা জেলায়।
দুর্ঘটনা কবলিত বিসমিল্লাহ কার্গো সার্ভিসের (কভার্ডভ্যান) বেঁচে যাওয়া হেলফার জিলহাজ উদ্দিন বলেন, বুধবার সকালে তারা ঢাকা থেকে পণ্য নিয়ে রাত ১২টার দিকে চট্টগ্রাম পৌঁছেন। সেখান থেকে ৭০০ বস্তা প্রিমিয়ার সিমেন্ট বোঝাই করে রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা মহাসড়কের বরইতলী রাস্তার মাথার দক্ষিণে পৌঁছেন। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সামনের চাকা নষ্ট হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই কার্গোর মুখোমুখি হয়ে পড়ে। তখন কার্গো সার্ভিসের চালক দুর্ঘটনা এড়াতে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালানোর সময় সিমেট্রি বোঝাই গাড়িটি হঠাৎ সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এ সময় আমি লাফ দিয়ে প্রাণে বাঁচলেও গাড়ির স্টিয়ারিংয়ের ভেতর আটকা পড়ে মারা যায় চালক মো. হরমত আলী। টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর আরিফুল আমিন বলেন,বৃহস্পতিবার সকালে মহাসড়কের চৌকিদার কাটা রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে সেখানে দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর চালক আটকে পড়ে নিহত হওয়ার বিষয়টি অবহিত হয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিই। সকাল থেকে টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে চালককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে প্রেরণ করি। তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে গাড়ির জ্যাম লেগে যাচ্ছে । এজন্য গাড়িটি উদ্ধারে একটু বেগ পেতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।