ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে টিসিবি (বাংলাদেশ ট্রেড অ্যান্ড সাপ্লাই কর্পোরেশন) এর উপকারভোগীদের মাঝে ৪৩৫টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাঁড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বগা এই স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাঁড়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ইউপি সদস্য মো. আব্দুল করিম, শাহিন চৌধুরী, আসলাম, মহিদুল, শহিদুল, সাইফুদ্দিন খান, রফিক, কামরুজ্জামান কালু, এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাজেদা, রিনা মৃধা, এবং চাইনা বেগম।
অবশিষ্ট ৯৭৪টি স্মার্ট কার্ড প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে বিতরণ করা হবে।