ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর চতুর্থ দিনের মতো শুনানি শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই শুনানি শুরু হয়।

এর আগে গতকাল রোববার একই বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আপিল বিভাগে শুনানি শেষ করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলমসহ চারজনের আইনজীবী ড. শরীফ ভূইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান ও বিদুয়ানুল করিম।

পদ্ধতিগত ত্রুটি, বিষয়বস্তু ও উদ্দেশ্যের কারণে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পুরোটাই বাতিল হওয়া উচিত বলে মনে করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। তবে বিকল্প হিসেবে শুনানিতে তিনি বলেছেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে সংশোধনীর কিছু বিধান সুরক্ষার জন্য মার্জনাও করতে পারেন। পরে আপিল বিভাগ শুনানি গ্রহণ করেন।

এর আগে আপিলের ওপর গত ৩ ডিসেম্বর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও গতকাল রোববার শুনানি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আপিল আবেদনটির শুনানি চলছে আজ।

সংবিধান,পঞ্চদশ সংশোধনী,আপিল শুনানি,তত্ত্বাবধায়ক সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত