ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেহা কক্করের মঞ্চ পারফরম্যান্সে তুমুল বিতর্ক

নেহা কক্করের মঞ্চ পারফরম্যান্সে তুমুল বিতর্ক

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি লাইভ কনসার্টে তার পারফরম্যান্সের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাকে গান পরিবেশনের সময় নেহা হঠাৎ একটি পানির বোতল তুলে নিজের শরীরের উপরিভাগে পানি ঢালেন। মুহূর্তেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মিলিয়ন ভিউ সংগ্রহ করে।

নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই দৃশ্যকে ‘সাহসী’ ও ‘স্টেজ পারফরম্যান্সের অংশ’ হিসেবে দেখছেন, আবার অনেকে সমালোচনা করছেন ‘অশোভন অঙ্গভঙ্গি’ হিসেবে।

সমালোচকদের একজন লিখেছেন—“সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা দুঃখজনক।” আরেকজন মন্তব্য করেছেন—“ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন নেহা।”

তবে নেহার ভক্তরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক মান বজায় রাখতে অনেক শিল্পীই এমন অ্যাক্ট করেন, এবং এটি কেবলই মঞ্চের উচ্ছ্বাস প্রকাশের অংশ।

এর আগেও বেলি ডান্স, সাহসী অঙ্গভঙ্গি বা ভিন্নধর্মী স্টেজ পারফরম্যান্সের জন্য আলোচনা ও সমালোচনায় পড়েছেন নেহা কক্কর। তবে এবার পানি ঢালার দৃশ্যটি সামাজিক রুচিবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং তাকে কেন্দ্র করে বিতর্ক আরও বেড়ে গেছে।

পারফরম্যান্স,নেহা কক্কর,মঞ্চ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত