পাবনার ঈশ্বরদীতে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা আক্তার লুবনা, পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদুল ইসলাম (শহীদ মন্ডল) সদস্য সচিব দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দল।
এতে বক্তব্য রাখেন, কৌশিক তানভীর পিয়াস ছাত্রদল নেতা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভির হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক নাফিস আহমেদ আরিফ, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, উপজেলা মহিলা দলের সদস্য সচিব চামেলি বেগম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।