রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে দলীয় চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।"
প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। মনোঘর আবাসিক বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চ্যাম্পিয়ন হয় এবং ব্যাডমিন্টনে সেরা হয় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ।
বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করেন স্কুলের ক্রীড়া শিক্ষকরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয়ে থাকে।