ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাবা-মাকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়নের অভিযোগ

সিরাজগঞ্জে বাবা-মাকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়নের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বী গ্রামে ২ ছেলে প্রতারণা করে বাবা-মার কাছে থাকে পুকুরসহ ৫ বিঘা জমি লিখে নেওয়ার পর তাদের নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করেছেন ওই গ্রামের ছানোয়ার-মতিজান দম্পতি।

লিখিত অভিযোগে বলা হয়, বাবা মাকে বয়স্ক ভাতা করে দেয়ার কথা বলে প্রায় ৩ বছর আগে তাড়াশ সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় ২ ছেলে মোক্তার হোসেন ও মানিক হোসেন। সেখানে নিয়ে কৌশলে তাদের কাছ থেকে ৩ বিঘা ফসলি জমি ও ২ বিঘা পুকুর ছেলেরা নিজেদের মাঝে সমান ভাগে রেজিস্ট্রি করে নেয়। জমি লিখে নেয়ার পর ২ ভাই বেশ কিছুদিন বাবা মাকে দেখাশোনা করলেও পরবর্তীতে তাদের উপর নানা নির্যাতন করতে থাকে। তাদেরকে বিভিন্ন সময় মারধরও করা হয়। ছেলে ও ছেলের স্ত্রীদের এ নির্যাতন সহ্য করতে না পেরে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নেন ছানোয়ার। প্রায় ২ বছর চাকরি করলেও বয়সের কারণে অসুস্থ হওয়ায় তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়।

গত মে মাসে বাড়িতে আসলে ২ ছেলে ও তাদের স্ত্রী নির্যাতন করে ছানোয়ার-মতিজান দম্পতিকে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় স্থানীয় ইউপি মেম্বারসহ মাতব্বরদের জানানো হয় এবং তারা এ বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে বুধবার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ লিখিত অভিযোগ করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুসরাত জাহান আলোকিত বাংলাদেশকে বলেন, ওই দম্পত্তির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বাবা-মা,নির্যাতন,বিতাড়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত