রংপুরের পীরগঞ্জে সীম ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চতরা ইউনিয়নের বদনাপাড়া গ্রামের এক কৃষকের সীম ক্ষেত থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
তবে লাশের শরীর থেকে মাথা আলাদা করে ফেলায় এবং তা এখনো খুঁজে না পাওয়ায় নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি এবং মাথাটি উদ্ধারের জোড় প্রচেষ্টা চলছে ।