ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভের জেরে দুটি কারখানা বন্ধ

সিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভের জেরে দুটি কারখানা বন্ধ

কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্দর নগরী চট্টগ্রামে সাময়িক বন্ধ রাখা হয়েছে দুটি কারখানা।

নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা যায়, খাবার ও চিকিৎসা ভাতা বাড়ানোসহ বিভিন্ন সুবিধার দাবিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্যাসিফিক ক্যাজুয়েলস এর শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

এসময় এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটের টুকরো নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়াল কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

এ সময় প্যাসিফিক জিন্স গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। উভয় প্রতিষ্ঠানের শ্রমিকরা একে অপরের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ করেন।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কারখানা,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত