বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ অসম্ভব। দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। বুধবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে বিএনপির দেশব্যাপী ৮দিনের সমাবেশ কর্মসুচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন হয়েছে। মানুষের আশা আকাঙ্খা পুরণের জন্য অন্তবর্তী সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা কেউই জোর করে বসেননি।
জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য জনগণের নির্বাচিত সরকার জরুরী। বিএনপি চায় অতিদ্রæতই সকলের অংশ গ্রহণে অবাধ নির্বাচন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করে মানুষের পাশে থাকুন। জনগণকে কষ্ট দিয়ে যারা নিজের ভাগ্য বদলাতে চায় দলে তাদের কোন স্থান হবে না।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। তিনি বর্তমান পরিস্থিতি উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। এ জনসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা মজিবুর রহমান লেবু, নূর কায়েম সবুজ, নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম ভ’ইয়া, আবু সাইদ সুইট, রাশেদুল হাসান রঞ্জন, হারুনর রশদি খান হাসান প্রমূখ। এছাড়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।