ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়ায় ১২শ' পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

আশুলিয়ায় ১২শ' পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২শ' পিস ইয়াবা-সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। আটক তিনজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। পরে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ হাজার ২শ' ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইয়াবা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত