ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মিলাদের মিষ্টি খেয়ে অজ্ঞান ১২ জন, আশঙ্কাজনক ৪

রাজবাড়ীতে মিলাদের মিষ্টি খেয়ে অজ্ঞান ১২ জন, আশঙ্কাজনক ৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদের পর বিতরণ করা মিষ্টি খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সুমন শেখ (২৭), মিশু (১৮), মোরছালিন (২৭) ও মাহি (১৭)।

অপরদিকে, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিনার শেখ (১৯), সোহান শেখ (১৯), লিমন মণ্ডল (১৭), মিন্টু শেখ (৩৫), আরিফ শেখ (৩২), সোহান শেখ (১৭), মোজাম্মেল (৬৫), সিহাব (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর মসজিদে মিলাদ শেষে চমচম মিষ্টি বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১৮-১৯টি চমচম ছিল। মিষ্টি খাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন মিনার শেখ বলেন, "মসজিদের সভাপতি চমচম মিষ্টি বিতরণ করেন। মিষ্টি খাওয়ার দুই মিনিটের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। মসজিদের নিচে নামতে পারিনি, সেখানেই পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই।"

তার মা মেহেরুন নেছা বলেন, "আমার ছোট ছেলে এসে জানায়, ভাই মসজিদে অসুস্থ হয়ে পড়েছে। গিয়ে দেখি ওর জ্ঞান নেই। দ্রুত হাসপাতালে নিয়ে যাই। এখন কথা বলতে পারছে, কিন্তু এখনও ঠিকমতো দাঁড়াতে পারছে না।"

আরেক ভুক্তভোগী আরিফ শেখ বলেন, "মিষ্টি খেয়ে মসজিদ থেকে নিচে নামার পরপরই পড়ে যাই। যখন জ্ঞান ফিরল, তখন দেখি হাসপাতালে শুয়ে আছি।"

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান বলেন, "এটি সাধারণ খাদ্যে বিষক্রিয়া (ফুড পয়জনিং) নয়। মিষ্টিতে কোনো রাসায়নিক পদার্থ মেশানো ছিল, যার কারণে তারা অচেতন হয়ে পড়েছেন। ১২ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়েছিল, এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তবে রাজবাড়ীতে চিকিৎসাধীন ৮ জন শঙ্কামুক্ত।"

মিষ্টি,অজ্ঞান,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত