ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে তারেক রহমান গোল্ডকাপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীতে তারেক রহমান গোল্ডকাপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"ইয়াবা, মাদক, ইভটিজিং ছেড়ে খেলতে চল"—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীতে শুরু হলো তারেক রহমান গোল্ডকাপ চাইনিজ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রবাসী মোহাম্মদ হোসেনের সহযোগিতায় ও দেলোয়ার হোসেন বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্কুলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রবাসী আহছান উল্যাহ মামুন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইসমাইল হোসেন বাবুল, স্কুলের সভাপতি সাইফুল ইসলাম মানিক প্রমুখ।

১৬টি দল অংশগ্রহণকারী এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘাসেরখিল নাইন স্টার একাদশ বনাম বাগপাঁচরা স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বাগপাঁচরা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।

বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার মাদক কারবারিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল,টুর্নামেন্ট,গোল্ডকাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত