নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকাল সংবাদ সংগ্রহে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির গুলিবিদ্ধ হয়ে হত্যা মামলার পুনঃ তদন্তের ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাইজদীর টাউন হল মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখা ও নোয়াখালী জেলায় কমর্রত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মুনাজাত পরিচালনায় করেন মানিকভূঁইয়া। তিনি মুজ্জাকির সহ সকল আহত সাংবাদিকের সুস্থতা কামনা করেন। নিহতদের পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলার সভাপতি সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম মানিক ভুইয়া এর সভাপতিত্বে ও শাহাদাত বাবুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, আজাদ ভূঁইয়া, জুয়েল রানা লিটন, ইকবাল হোসেন মজনু, আজাদুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, নাসিম শুভ, মোজ্জামেল হোসেন, মো সোহেল, গাজী রুবেল সহ অনেকেই।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমগীর ইউছুফ, লিয়াকত আলী খান, সাইফুল্যাহ কামরুল, আমিরুল ইসলাম হারুন ও আবু নাছের মন্জু।
মোবাইলে সম্মতি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন, সামছুল হাসান মীর, নাসির উদ্দিন বাদল ও মিজানুর রহমান।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।