ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মরুটিয়া গ্রামে দাম্পত্য কলহকে কেন্দ্র করে স্ত্রী রুমানা খাতুনকে (২২) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে।

এ ঘটনায় তার স্বামী সোহাগ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আফসার আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় দেড় বছর আগে উল্লাপাড়া উপজেলার সোনতলা নতুনপাড়া গ্রামের মোতাহার হোসেনের মেয়ে রুমানা খাতুনকে বিয়ে করে সোহাগ। এ বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার প্রায় মধ্যরাতে নিজ ঘরে স্ত্রীকে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে স্বামী সোহাগকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ছুরিকাঘাত,স্ত্রী,হত্যা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত