ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভাটেরচর পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভাটেরচর পাইলট  উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচরস্থ স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, হোলটেক সল্যুশনস-এর পরিচালক প্রকৌশলী সিরাজুল ইসলাম, আমির গ্রুপের ব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ শাহরিয়ার, বিসিআইসি'র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক দেওয়ান কামরুজ্জামান, কৃষ্ণ হালদার, হালিমা আক্তার, রোমেনা আফরোজা, রতন আহমদ, সাখাওয়াত হোসেন, ছাবেকুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আবজাল হোসেন ও ফাতেমা আক্তার।

অনুষ্ঠানের সূচনা লগ্নে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজন শুরু হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল ২০০ মিটার, ৪০০ মিটার ও ১৫০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, বল সংগ্রহ দৌড়, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, গণিত দৌড়সহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতা।

অনুষ্ঠানের উদ্বোধক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, "যেকোনো সফলতা অর্জনের জন্য সাহস ও সংকল্পের প্রয়োজন। এ বার্তাকে সামনে রেখেই এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কারণ, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।"

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত