নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং দলকে আরও সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ২৩ ফেব্রুয়ারি, দুপুর ২টায় রাজবাড়ীতে এক বিশাল রাজনৈতিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী পৌর শহরের আজাদী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিএনপি নেতাদের আশা, এই সমাবেশে অর্ধ লক্ষাধিক মানুষ অংশ নেবে। দীর্ঘদিন পর রাজবাড়ীতে এমন আয়োজনকে ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাসুক। এছাড়াও রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সমাবেশে অংশ নেবেন।
সমাবেশ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, সমাবেশকে সফল করতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গিয়ে প্রচারণা চালানো হয়েছে। লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে সাধারণ জনগণকে সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়েছে। এতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হয়েছে, আর নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়ে সমাবেশে অংশ নিতে প্রস্তুত রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসন সতর্ক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।