ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আইরিন নীগার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইরিন নীগার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার নোমান রশীদের স্ত্রী। তিনি দুর্ঘটনা কবলিত ওই বাসের যাত্রী ছিলেন। এ সময় আরো ৬-৭ জন বাসযাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আইরীন নীগারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ওই দুই গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

নিহত,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত