ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে।

নিহত যুবকের নাম কামাল হোসেন চঞ্চল (২৯)। তিনি বরিশালের পিঙ্গলাকাঠ গ্রামের শাহজাহান বেপারীর ছেলে।

রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে চঞ্চল ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডের একটি বাসায় বসবাস করছিলেন। রোববার রাতে তিনি ওই বাসার সামনে থেকে নিখোঁজ হন। পরে সোমবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুরি তালতলা এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় পাওয়া না যাওয়ায় পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করে এবং তার স্বজনদের খবর দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, গলায় গামছা পেঁচিয়ে বা অন্য কোনো বিশেষ কৌশলে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম জানিয়েছেন, চঞ্চল মোবাইল যন্ত্রপাতি ব্যবসার পাশাপাশি স্থানীয় একটি সমবায় সমিতি পরিচালনা করতেন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।

মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত