মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। পরে সেখানে থেকে মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় থানার সামনে যুবকের সন্ধান চেয়ে নানা স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে আসেন।
নিখোঁজ লিখন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে।
মানববন্ধনে নিখোঁজ যুবকদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন মো. দুলাল হাওলাদার, বাবু হাওলাদার, রাজিব হাওলাদার, ফতেমা বেগম, মিতু, মিঠু হাওলাদার প্রমুখ ।
প্রসঙ্গত,গত ৬ ফেব্রুয়ারি ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হয়ে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের বাড়িতে আসেন লিখন। ওইদিন রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি বাবা দুলাল হাওলাদার মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১৩ ফেব্রুয়ারি অপহরণ মামলা দায়ের করেন তিনি।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, থানার পুলিশ ও ডিবি নিখোঁজ যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো।