সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার আবু সাঈদ নিজে বাদী হয়ে কাজিপুর থানায় মামলা দায়ের করেছেন। থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, মঙ্গলবার গভীর রাতে কৃষক আবু সাঈদ সরকারের খামারে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে রাখালকে জিম্মি করে ৪টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতেরা। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
ওসি বলেন, "ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই জড়িতদের গ্রেফতার সম্ভব হবে।"