ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সংসদীয় আসন যৌক্তিক সংখ্যক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জে সংসদীয় আসন যৌক্তিক সংখ্যক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের সংকুচিত সংসদীয় আসনের যৌক্তিক সংখ্যাবৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলার সুশীল সমাজ, সাংবাদিক, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

এসময় "আসন বাড়লে বাড়বে বরাদ্দ, মুন্সীগঞ্জ হবে আরো সমৃদ্ধ"সহ বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধনকারীর।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সাল পর্যন্ত জেলায় ৬টি উপজেলায় মোট ৪টি সংসদীয় আসন ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে আসন সংখ্যা কমিয়ে ৩টি করা হয়। আর আসন সংকুচিত হওয়ার কারণে বাজেটে বরাদ্দ কম তথা সংসদে জেলার নাগরিক দাবি পেশ করার প্রতিনিধিও কমে যায়। এতে নানাভাবে বঞ্চিত জেলার নাগরিকরা।

বক্তারা বলেন, আসন সংসদীয় আসন বেশি হলে বাজেট, উন্নয়ন এবং মৌলিক অধিকার বাস্তবায়ন বেশি হবে। এক উপজেলা হতে অন্য উপজেলা দৌড়াদৌড়ি কমবে। এ বিষয়ে উপদেষ্টা সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান, লেখক গবেষক ড. সাইদুর ইসলাম খান, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, আরাফাত রায়হান সাকিব, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেচ্ছাসেবক রিফাত হোসাইন, সোহাগ আহমেদ, ছাত্র প্রতিনিধি নোমান আল- মাহমুদ প্রমুখ।

সংসদীয় আসন,দাবি,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত