ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) ও তার ভাগ্নী আনিকা (৮) বাড়ির পাশে রাখা বালুর স্তূপের ওপর খেলা করছিল। দুপুরের পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিকেলের দিকে স্থানীয়রা বালুর স্তূপ সংলগ্ন ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে, খেলার সময় বালুর স্তূপ থেকে পিছলে গিয়ে শিশুরা পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত শিশুদের পরিবারে এখনও শোকের মাতম চলছে।

পানি,ডুবে,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত