ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সম্পদের বিবরণী দাখিল আসিফ মাহমুদের

কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সম্পদের বিবরণী দাখিল আসিফ মাহমুদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পদত্যাগের আগে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সম্পদের বিবরণী দাখিল করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সম্পদের বিবরণী আজ সকালেই দাখিল করেছি। আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে, সেটাও বাতিল করেছি।”

পদত্যাগের প্রসঙ্গে তিনি জানান, উপদেষ্টা পরিষদে তার পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে আমাকে ডাকা হয়েছে। বাকিটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানানো হবে।”

তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা পরবর্তী সময়ে জানানো হবে।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া ২২ জন উপদেষ্টা রয়েছেন। আসিফ মাহমুদ পদত্যাগ করলে উপদেষ্টাদের সংখ্যা হবে ২১। প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। ১০ জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

আসিফ মাহমুদ,সম্পদের বিবরণী দাখিল,কূটনৈতিক পাসপোর্ট বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত