ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি, দুইয়ে উঠলেন বিরাট কোহলি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি, দুইয়ে উঠলেন বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজের পারফরম্যান্সের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বিরাট কোহলি। সর্বশেষ হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে কোহলি বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন।

শীর্ষস্থান দখল করা সতীর্থ রোহিত শর্মার সঙ্গে কোহলির ব্যবধান এখন মাত্র ৮ রেটিং পয়েন্ট।

তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে কোহলি পুরোপুরি পুরোনো জৌলুসে খেলেছেন। রাঁচিতে ১৩৫ এবং গুয়াহাটিতে ১০২ রানের দুটি টানা সেঞ্চুরির পর বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে সিরিজ শেষ করেন তিনি। মোট ৩০২ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ২০২১ সালের পর এটি কোহলির আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের সবচেয়ে কাছাকাছি অবস্থান।

অন্যদিকে, পুরো সিরিজে ১৪৬ রান করেও এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। কোহলির ধারাবাহিক পারফরম্যান্সে রোহিত ও কোহলি—দুজনেই এখন বিশ্বের শীর্ষ দুই ব্যাটসম্যান। ফলে অনেকদিন পর আবারও ভারতের দখলে শীর্ষস্থানীয় র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই জায়গা।

বোলারদের তালিকায়ও ভারতের অগ্রগতি চোখে পড়ছে। বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব তিন ধাপ লাফিয়ে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঝের ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং বিশেষ ভূমিকা রেখেছে।

দক্ষিণ আফ্রিকা শিবিরেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি এসেছে। কুইন্টন ডি কক উঠে এসেছেন ১৩ নম্বরে, এইডেন মার্করাম ২৫ নম্বরে এবং অধিনায়ক টেম্বা বাভুমা ৩৭ নম্বরে অবস্থান করছেন।

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের অগ্রগতি চোখে পড়ার মতো। অক্ষর প্যাটেল উঠে এসেছেন ১৩ নম্বরে, আর্শদীপ সিং ২০ নম্বরে এবং জাসপ্রীত বুমরাহ ছয় ধাপ এগিয়ে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের ব্যাটিং নেতৃত্বে রয়েছেন যশস্বী জয়সওয়াল, অবস্থান আট নম্বরে। শুভমান গিল ও ঋষভ পান্ত আছেন যথাক্রমে ১১ ও ১৩ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন জাসপ্রীত বুমরাহ, তিন নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক।

বিরাট কোহলি,র‌্যাঙ্কিংয়ে দুইয়ে,আইসিসি র‌্যাঙ্কিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত