"অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
শনিবার (৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে দুপুরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উন্নয়নকর্মী রইস উদ্দিন প্রমুখ।
আলোচকরা নারী উন্নয়ন, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।