ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হচ্ছে পদ্মার সংযোগ শাটল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হচ্ছে পদ্মার সংযোগ শাটল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জবাসীর বহুল কাঙ্ক্ষিত শাটল ট্রেন আবারও চালু হচ্ছে। তবে একটি শাটল ট্রেন চালুর জন্য জেলাবাসীকে হারাতে হচ্ছে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে চালু হচ্ছে রাজশাহী পর্যন্ত শাটল ট্রেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শাটল ট্রেনটি রাজশাহী-ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেসের সংযোগ ট্রেন হিসেবে চলবে। রেলওয়ে কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১০ মার্চ থেকে।

রেলওয়ের সূত্রগুলো জানায়, ঢালারচর এক্সপ্রেস চলাচল করবে পাবনার ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত। ঢালারচর থেকে ট্রেনটি ছেড়ে আসবে সকাল সাড়ে ৬টায়। ট্রেনটি রাজশাহী পৌঁছাবে সকাল ১০টা ২৫ মিনিটে। এরপর সেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে শাটল-১ হিসেবে ছেড়ে আসবে ১০টা ৩৫ মিনিটে। বেলা ২টা ১৫ মিনিটে শাটল-২ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। শাটল-২ ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগ ট্রেন হিসেবে চলবে। রাজশাহীতে ট্রেনটি পৌঁছাবে ৩টা ৪০ মিনিটে। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ছেড়ে যায় বিকেল ৪টায়। কাজেই শাটল ট্রেনে রাজশাহী গিয়ে সেখান থেকে পদ্মা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জবাসীর।

সংশ্লিষ্টরা বলছেন- করোনা মহামারির আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটে দুটি শাটল ট্রেন চলাচল করতো। কিন্তু করোনার কারণে সেগুলো বন্ধ হয়ে যায়। এরপর আর চালু হয়নি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের দাবি ছিল শাটল ট্রেন পুনরায় চালু করার। এ নিয়ে রাজপথে আন্দোলনও হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। অবশেষে একটি শাটল ট্রেন চালু হওয়ায় আংশিক পূরণ হচ্ছে জেলাবাসী বহু দিনের দাবি।

২০২০ সালের ২৬ জানুয়ারি রাজশাহী থেকে পাবনার ঢালারচর পর্যন্ত চলাচল শুরু হয় ঢালারচর এক্সপ্রেসের। এরপর ২০২৩ সালের ১ ডিসেম্বর ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। এরপর থেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করছিল ট্রেনটি। ঢালারচর এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যেত বিকাল সাড়ে ৩টায়।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, ঢালারচরের পরিবর্তে শাটল ট্রেন চালু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য অনেক সুবিধা হবে। প্রথমত, জেলাবাসী রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন ধরতে পারবেন। দ্বিতীয়ত দুপুরে শাটল ট্রেনে রাজশাহী গিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করে আবারও চাঁপাইনবাবগঞ্জ ফিরে আসতে পারবেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেসে ওঠা বেশিরভাগ যাত্রীই ছিলেন রাজশাহী পর্যন্ত। ওই ট্রেনে পাবনা বা ঢালারচর পর্যন্ত খুব কম যাত্রী যেতেন। কাজেই ট্রেনটি বন্ধ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে শাটল ট্রেনে রাজশাহী গিয়ে ঢালারচর ধরারও সুযোগ আছে। সে ক্ষেত্রে যাত্রীকে রাজশাহীতে ১ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করতে হবে।

পদ্মা,শাটল ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত