ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কে মাইক্রোবাসে ঢিল ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি

পুলিশের বিশেষ অভিযান শুরু
মহাসড়কে মাইক্রোবাসে ঢিল ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি

যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোণাবাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পেছনে ঢিল ছুড়ে সেটিকে থামিয়ে ডাকাতদল এ হামলা চালায়।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি গ্রামের ড. ওবায়দুল্লাহসহ ছয়জন শিক্ষক শনিবার বিকেলে মাইক্রোবাসযোগে ঢাকায় যান এবং পরদিন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সম্মেলনে অংশ নেন। রোববার সন্ধ্যায় তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে তাদের মাইক্রোবাসটি কোণাবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতদল পেছন থেকে ঢিল ছোড়ে। ফলে বিকট শব্দে চালক গাড়িটি থামাতে বাধ্য হন। এই সুযোগে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত মাইক্রোবাসে চড়াও হয়ে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি মোবাইল ফোন ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ডাকাতদল দ্রুত সরে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার পর ড. ওবায়দুল্লাহ বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ডাকাতির ঘটনায় পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

দুর্ধর্ষ,ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত