ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চর এলাকায় ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রওশন আলী করোনা বাজারে ইফতারের আয়োজন করেন। অন্যদিকে, একই দিনে চর এলাকার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার আয়োজন করেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা।

একই এলাকায় পৃথক দুটি ইফতার আয়োজন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রওশন আলীর সমর্থকরা করিম মোল্লার আয়োজনে বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওসি রওশন ইয়াজদানি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, উভয় গ্রুপের নেতারা সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছেন।

বিএনপি,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত